মেঘের গর্জনে কেনো হয় মনে
শব্দ প্রকট হয়
অত্যাচারীর আস্ফালনে
ক্ষমতাধরের হুংকার যেনো
বিদ্যুতের ঝলকানি।
ঝড়ের শব্দে মিশে আছে যেনো
অভুক্ত শিশুর ক্রন্দনধ্বনি
বৃষ্টির সাথে একাকার হয়
সম্ভ্রম হারানো রমণীর চোখের পানি।
শন্শন বাতাস
বঞ্চিতের হাহুতাশ
মিছে আশ্বাসের বাণী
মনে ক্ষীণ আশা
তিরোহিত ভরসা
কাম্য স্রষ্টার মেহেরবানি।