অযৌক্তিক যুক্তি, যুক্তিযুক্ত উক্তি
অহেতুক বিতর্ক বা যুক্তি
যুক্তির প্রতি আসক্তি
যুক্তির ফিরিস্তি, যুক্তির বিস্তৃতি
যুক্তিতে শ্রদ্ধা যুক্তিতে ভক্তি।
পক্ষে যুক্তি-বিপক্ষে যুক্তি
কর্মে-অপকর্মে যুক্তি
অদৃশ্য যুক্তি,দৃশ্যমান যুক্তি
অকাট্য যুক্তি, খোঁড়া যুক্তি।
দল নিয়ে কোন্দল দলে দলে বিভক্তি
দম্ভোক্তি-বক্রোক্তি-খেদোক্তি-ব্যাঙ্গোক্তি
যুক্ত হলে পেশীশক্তি
অনিবার্য রক্তারক্তি
নেই যুক্তিমাপক নিক্তি
কিংবা নিবৃত্ত করার শক্তি।
ভিত্তিহীন সত্যি কিংবা আংশিক সত্যি
অথবা কল্পিত কাহিনী যার মূল ভিত্তি
বিশ্বাসযোগ্যতা নিয়ে সর্বদা সন্দিহান
তাই অনুপস্থিত শ্রদ্ধাভক্তি
কোনো ক্রমেই মিলছেনা
যুক্তি থেকে নিষ্কৃতি
মিলবে কি ভবিষ্যতে
অযৌক্তিক যুক্তি হতে মুক্তি।