জন্ম হলেই মৃত্যু অবধারিত
তবে আয়ুষ্কাল অনির্ধারিত
আবার বিয়েটাও অনিশ্চিত।
প্রচলিত সমাজ ব্যবস্থায়
যৌতুক বিহীন বিয়ে হয়
এমনটা যে নেই তা নয় --
কেউ কৌতুক করে যৌতুক দেয়
আবার কেউবা দিতে বাধ্য হয়।
কৌতুকের যন্ত্রণা
অসহনীয় বিড়ম্বনা
পারিবারিক বিপর্যয়
সামাজিক অবক্ষয়
দাম্পত্য জীবনের পরাজয়।
ধর্মীয় রীতিনীতি
কার্যকর হলে যথারীতি
দূর্গতি থেকে অব্যাহতি।
মেয়েরা স্বাবলম্বী হবে যতো
যৌতুক প্রথা ক্রমাগত
সমাজ থেকে দূরীভূত
এক সময়ে হবে বিলুপ্ত ও অভিশপ্ত।