হে প্রেয়সী!
তব শ্বাসপ্রশ্বাসে
সর্বদা প্রেমের সুবাস ভাসে
আপ্লুত আমি অনাবিল উচ্ছ্বাসে।
তব স্পর্শে সুশীতল বারি বর্ষে
বিগলিত হরষে
তৃষিত হৃদে হতাশার বিষ নাশে
লাগে নেশা হারাই দিশা নিমেষে।
তব আলিঙ্গনে সর্বাঙ্গে বিহঙ্গের নর্তন
উত্তাল তরঙ্গ উন্মন
সুখসাগরে ভাসমান চিরন্তন।
তব ওষ্ঠে পুষ্প ফোটে সুদৃশ্য রঙিন
চুম্বনে চুম্বক যেন অদৃশ্য বন্ধন
চৌম্বক ক্ষেত্র পুরো দেহমন
রক্তে মৃদু শিহরণ
নিজেকে উজার করে করেছি সমর্পণ।