শেয়ালের গলা হতো
              যদি জিরাফের মতো
সব আঙুর টক না হয়ে
                   মিষ্টি হয়ে যেতো

জন্মের পর শিশুরা যদি
                    খাঁটি মধু খেতো
সুমিষ্ট ভাষায় কথা বলার
                   শব্দ খুঁজে পেতো

স্তন্যপায়ী প্রাণী যতো
      নিজ নিজ মাতৃদুগ্ধে  অভ্যস্ত  
মানবসন্তান মাতৃদুগ্ধ ছাড়াও
                 পশুর দুধে আসক্ত
অনেকেই বড়ো হয়ে হয়তো
মানবতা বিবর্জিত
  কিংবা পাশবিক আচরণে লিপ্ত।