জীবনে সংগ্রামের
প্রথম ইনিংসের খেলা
ছিল উদাসীনতা
আর সীমাহীন অবহেলা
গুরুত্বহীনতায় সংগোপনে
মেঘে মেঘে কেটেছে বেলা
সাঙ্গ করি অনুশোচনা
আর অনুতাপের পালা
উদ্যোগী আরোহণে আশার ভেলা।
দ্বিতীয় ইনিংসে পদার্পণে
অতীতের ত্রুটি-বিচ্যুতি নিরসনে
উদ্যোগী হব সংশোধনে
প্রত্যাশা করেছিনু মনে
রচিব উজ্জ্বল অনন্য দৃষ্টান্ত
এই সংক্ষিপ্ত জীবনে।
কিন্তু যোগ্যতা-দক্ষতা-সামর্থ্য
বাদ সাধে প্রতিক্ষণে
পরিবেশ-পারিপার্শ্বিকতা আর
নিয়তির অদৃশ্য লিখনে
সব প্রচেষ্টা নস্যাৎ হতাশার সন্ধিক্ষণে
ব্যর্থতায় পর্যবসিত যত সাধ ছিল মনে।