যখন যেমন তখন তেমন
        সেই সুরেতে কথন কাহন
বর্ষণ শেষে জমি কর্ষণ
             ঠিকঠাক ফসল বপন
গুজব যেমতে সজীব হয়
           আসল নকল চেনা দায়
অবস্থা বুঝে ব্যবস্থা
          ন‌ই‌লে পদে পদে হেনস্তা
সরল মনে গরল নয়
             জটিল কুটিল দূরে রয়
বেশি ভরসা আর অতি আশা
    পরিশেষে নিরাশা এবং হতাশা
লোভ-লালসায় আচ্ছন্ন
                     জনমনে বিচ্ছিন্ন
হরিষে বিষাদ ও অবসাদ
            জীবন যাপন নাস্তানাবুদ।