প্রকৃতির প্রত্যাবর্তন হবে আপন রূপে
তা নিঃসন্দেহে অনুমেয়,
কালাতিপাত সবার অশুভ শক্তির
অনিচ্ছাকৃত ক্রীড়নক হয়ে।
ধূলিধূসরিত দিকচক্রবালে
অস্তাচলগামী সূর্যের ন্যায়
ক্ষয়িষ্ণু জীবনের অন্তিম অধ্যায়
নতুনরূপে চাওয়া পাওয়া বিলুপ্ত প্রায়।
দেখলাম অগণিত নেপথ্যের সমালোচক
আরো কতো তুলনামূলক
গুণাগুণ বিশ্লেষক
নিতান্তই বিরল আগামীর পথ প্রদর্শক।
প্রচারোন্মূখ সফলতার বাহাদুরি
ফাঁস হলে বীরত্বের জারিজুরি
আড়াল করতে নিজের অপকর্ম-অক্ষমতা
করে অন্যের কালো অধ্যায়ের অবতারনা,
শাক দিয়ে মাছ ঢাকার প্রচেষ্টা ---
আরো কতো অভিনব তালবাহানা।