প্রকৃত শিক্ষার পরিচয়
.দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধের সমন্বয়
জ্ঞান আহরণে সুনিশ্চয়
যে কোনো বিনিয়োগ উত্তম হয়
কোনো কোনো সময়
বেঠিক লোকের কাছ থেকেও
সঠিক জ্ঞান পাওয়া যায়
যথার্থ গুরুত্ব দিলেই
জীবন অধিকতর আকর্ষণীয় হয়।
উজ্জ্বল আলোকচ্ছটা নিয়ে
জীবনে প্রেম আবির্ভূত হয়
ছায়া দৃশ্যমান পরবর্তী কালে
হলে বিপর্যয়।
শোনার চেয়ে বেশি বলে
মূল উদ্দেশ্য বিফলে
বেশি বুঝার ভান
অনেক বিষয়ে সন্দিহান
ভালো কিছু করার জন্য
সামর্থ্য অর্জন করতে হয়
প্রতিশ্রুতি বা কথায় নয়
কর্মের মাধ্যমেই পরিচয়
সংঘাতে নয় শান্তিতে
সমাধান হয় স্বস্তিতে
স্বপ্ন দেখানোর চেয়ে
বাস্তবায়ন করলেই উত্তম হয়।