সৃষ্টি থেকে প্রলয়
বিশ্বভুবনময়
এতই ব্যাপক জানার বিষয়
সব কিছুই কি জানা যায়
এতো কিছু কি জানতে হয়
না সব কিছুই জানার আছে উপায়।
তবে সবকিছু না জানলেও ক্ষতি নয়
পেশার সাথে সম্পৃক্ত
অথবা জীবন ঘনিষ্ঠ অনেক বিষয়
ব্যাপকভাবে জানতে হয়
তাহলেই জীবন যাপন মঙ্গলময়।
তবে নিজেকে
যতো বেশি চেনা ও জানা যায়
পাওয়া যাবে জ্ঞানের পরিচয়
ব্যত্যয়ে মনুষ্যত্বের পরাজয়।