পরম করুণাময় স্রষ্টা!
আমাদের জন্য করোনা ' দানব '
কিংবা ঝড়-ঝঞ্ঝা জলোচ্ছ্বাস ভূমিকম্প
নিতান্তই নিষ্প্রয়োজন।
একেতো দুর্বিষহ জীবন জীবিকা
তদুপরি মড়ার উপর খাঁড়ার ঘা
যেন মশা মারতে কামান দাগা।
প্রতিনিয়তই ---
দুধ মাছ মাংস ফলমূল করতে সংরক্ষণ
ব্যবহার করি বিষাক্ত প্রিজারভেটিব
অথবা ক্ষতিকর ফরমালিন।
হাঁস-মুরগীর খামারে
মাংস ডিম বৃদ্ধিতে
ক্রোমিয়াম এন্টিবায়োটিক লেড
ফলমূল পাকাতে ক্যালসিয়াম কার্বাইড
গাছেগাছে কীটনাশকের ব্যাপকতা
ভিটামিন আর হরমোন।
তরমুজ সহ অনেক ফলে
পটাশিয়াম পার ম্যাঙ্গানেট
শাকসবজি সংরক্ষণে কপার সালফেট
মশলায় মেশানো হচ্ছে
লেড আয়োডাইড লেড ক্রোমেট।
মুখরোচক মচমচে ভাজায়
পোড়া মবিল ও অ্যামোনিয়া
মুড়ি-চিড়ায় হাইড্রোজ আর ইউরিয়া।
অধিকাংশ ভোজ্য তেলে
বিষাক্ত কেমিক্যালের তেলেসমাতি
কসমেটিকে লেড ডাই মার্কারি
আর নকলের বেসাতি
জুস্ পানীয় খাবারে
কাপড় ও চামড়ার রঙ ব্যবহারে
সেন্ট আর কালারের কেরামতি।
প্রতিকূল পরিস্থিতির আংশিক চিত্র
ক্ষুদ্র জ্ঞানে প্রকাশে প্রয়াসে সচেষ্ট
তাতেই স্রষ্টার অনুকম্পা পেতে
নয়কি যথেষ্ট ?