অহমবোধ থাকতে হয়
তবে অহমিকা মোটেও নয়
আত্মবিশ্বাসে প্রতিষ্ঠা
থাকতে হবে প্রচেষ্টা
সততা এবং নিষ্ঠা।
মূখ্য বিবেক গৌণ আবেগ
জীবন যাপন নিরুদ্বেগ
দানশীল ক্ষমাশীল
অতিরঞ্জিত তেমনি ভুল
কার্পণ্য মনুষ্যত্বের অযোগ্য
জীবন কভু হয়না উপভোগ্য।