প্রেম প্রত্যাখ্যান করেছি বলে
ভেবোনা আমি কাপুরুষ অথবা হৃদয়হীন
যদি হতে হয় লাঞ্ছনা-গঞ্জনা-ঘৃণা
অথবা প্রবঞ্চনার সম্মুখীন
তাই ভেবে আবেগ-উচ্ছ্বাস করেছি প্রশমন।
অন্যায়-অবিচারের বিরুদ্ধে
প্রতিবাদে অনীহা বা সদা ম্রিয়মান
তার অর্থ এই নয় যে আমি মেরুদণ্ডহীন
প্রবল প্রতিকূলতা উপেক্ষা করা নয় সমীচীন।
পণ্যসামগ্রী ক্রয়ে অকুতোভয়ে প্রতিনিয়ত
দামাদামি করা অভ্যাসে পরিণত
নেই অঢেল অনৈতিক অর্থ উপার্জন
অথবা একেবারেই কপর্দকহীন
আবার মানসম্মত-নির্ভেজাল
ন্যয্যমূল্যে পণ্যক্রয় নিতান্তই কঠিন।