দাবড়ালে দৌড়াতে হয়
কথা কভু মিথ্যা নয়
কখনো নিষ্ফল শ্রমে পরিগণিত
নিদারুণ শক্তি ক্ষয়
তদুপরি পর্যাপ্ত সময়ের অপচয়
উভয়ের জন্য নেমে আসে অশুভ বিপর্যয়।
কাঙ্ক্ষিত কিংবা অভাবিত জয়
সব জয়ই জয় নয়
কখনো নিহিত থাকে কিঞ্চিৎ পরাজয়
অনেক ক্ষেত্রে আবার গ্লানিকর হয়।
মান- অভিমান
জীবনের অন্যতম অধ্যায়
অভিমান থেকে কখনো ভালোবাসা হয়
আবার অতি অভিমানে
আপনজন দূরে সরে যায়
অভিমান কখনোবা আত্মঘাতী হয়।