গন্গনে রোদ্দুরে চন্মনে দুপুরে
শন্শন্ বায়ু বয়
গুন্গুন গান গায়
চেনা চেনা সুরে
ছোটো ছোটো কতো পাখি
কিচির মিচির ডাকাডাকি
ডালে ডালে নাচানাচি
খুশি খুশি অন্তরে।
ফুট্ফুটে কিশোরী একাএকা চুপিসারে
সানবাঁধা পুকুরে
টুপ্টাপ দেয় ডুব টল্টলে নীরে
ঝিরঝির পবনে মৃদুমৃদু কাঁপনে
সূর্যের কিরণে ঝিলিমিলি করে
লাল লাল শাপলা
দেখে মন উতলা
তুলে নিতে ইচ্ছে করে
সব ফুল দূরে দূরে তোলেনা তা ডরে
স্নান সেরে কষ্ট চেপে গৃহকোণে ফেরে।