ফেসবুক যাই হোক
যে যা বলে বলুক দিয়েছে অনেক
কত শুভানুধ্যায়ী অতি আন্তরিক
কতযে সুহৃদ অন্তরে রবে চিরজাগরূক
শুভকামনার প্রচেষ্টা তাদের
অতি ঐকান্তিক।
কত কাব্যিক কত সাহিত্যিক
কেউ দুঃসাহসিক কেউবা সুরসিক
কারো লেখা গঠনমূলক
সুস্পষ্ট দিক নির্দেশক
প্রজ্জ্বলিত হয় জ্ঞানের আলোক।
কারো লেখা উদ্দেশ্যমূলক
আক্রমণাত্মক অহেতুক অমূলক
কতো নিন্দুক কতো হিংসুক
কতযে কট্টর সমালোচক
যেমতে শাসক যদি হয় শোষক
কিংবা রক্ষক হয় ভক্ষক
সার্বক্ষণিক উজবুক সাধারণ লোক।
কতো পর্যবেক্ষক সমীক্ষক বিশ্লেষক
কেউ কেউ পথ প্রদর্শক
যথাযথ দিক নির্দেশক
যথা মৎস্য শিকারে উৎসুক নিষ্পলক বক।
কারো আছে অহমিকা
কেউবা উন্নাসিক
দাম্ভিক মানসিকতা
যা অনৈতিক অযৌক্তিক।