ইলেকশন নামা
এস,এন,বাকী(মঞ্জু)
মনোনয়ন প্রত্যাশীর দৌড়াদৌড়ি
টাকা খরচ কাঁড়িকাঁড়ি
কর্মীবৃন্দের হুড়াহুড়ি
পোস্টার-মাইকিং তড়িঘড়ি
পদধূলি বাড়িবাড়ি
ভোটারদের পীড়াপীড়ি
পেশীশক্তির বাড়াবাড়ি
কেন্দ্র দখলে কাড়াকাড়ি
আচরণবিধি গড়াগড়ি
প্রতিশ্রুতির ছড়াছড়ি
আপনজনের ছাড়াছাড়ি
আমজনতার সুড়সুড়ি।