অন্তর মম পাহাড় সম
আকাশ ছোঁয়া চূড়া
সুবিশাল গাত্রে মূষিকের গর্তে
জীবন যেনো ছন্নছাড়া
তটিনী বক্ষে শৈবালের স্তুপে
উন্মত্ত ঊর্মিমালা ছন্দহারা
প্রকৃতি বিরূপ বিলুপ্ত নিজ রূপ
মেঘাচ্ছন্ন সূর্য-তারা
হিংসুকের মতো কিংশুক যতো
পুষ্পমঞ্জরীতে পবন গতিহারা
অদৃশ্য ইঙ্গিতে অজানা সংগীতে
অনিয়ন্ত্রিত জীবনধারা।