প্রতিনিয়ত চলমান
ঘটনা-দুর্ঘটনা অঘটন
তদুপলক্ষ্যে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন,
টক্ শোতে অংশগ্রহণ
কতরূপে ব্যাখ্যা-বিশ্লেষণ
সামাজিক যোগাযোগ মাধ্যম সক্রিয় সর্বক্ষণ
পরামর্শ প্রদান উপদেশ গ্রহণ,
এটাই বোধ হয় নিয়তি অথবা বিধির বিধান।
সৌভাগ্যবান ব্যক্তিবর্গের বিদেশে ভ্রমণ
প্রশিক্ষণ গ্রহণ -- অতি প্রয়োজন,
অর্থ বরাদ্দের শ্রাদ্ধ -- লবিং দক্ষযজ্ঞ আরাধ্য
প্রচলিত আছে কত চমকিত বয়ান।
জ্ঞানী গুণী বিদগ্ধ জন
যাদের বাণী চিরন্তন --
নিরাময় অপেক্ষা প্রতিরোধ সর্বাগ্রে প্রয়োজন।
আগুন লাগা
----------
যে কোন স্থাপনা অথবা ভবন
কারখানা বস্তি ব্যবসায়ী প্রতিষ্ঠান
লাগলে আগুন --
নাশকতা নাকি উদ্দেশ্য প্রণোদিত
প্রাথমিকভাবে করতে চিহ্নিত
হতেই হবে উদ্যত।
পাছে হয় প্রতীয়মান----
বৈদ্যুতিক শর্ট সার্কিট বা ত্রুটিপূর্ণ নির্মাণ,
যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক
ছিল নাকি অনুমোদনবিহীন।
নৌ-দুর্ঘটনা
---------
অগভীর জলে, মাছ-ধরা জালে
কুয়াশার আড়ালে, প্রতিযোগিতার ফলে
এসব নাকি বিশেষ কারণ।
মেয়াদোত্তীর্ণ নৌযান, অদক্ষ চালকগণ
নৌযান মালিকগণ সর্বদাই উদাসীন
এসবের অকাট্য প্রমাণ,দৃঢ়ভাবে প্রতীয়মান।
সড়ক দুর্ঘটনা
------------
নিত্যনৈমিত্তিক যেন অমোঘ বিধান
নেই বুঝি কোনো পরিত্রাণ।
অবশেষে প্রতীয়মান, নানাভাবে নিরূপন
ভাঙাচোরা রাস্তাঘাটে আনফিট যানবাহন
তদুপরি ত্রুটিপূর্ণ ট্রাফিক আইন,
নেশাগ্রস্ত অদক্ষ ড্রাইভার - হেলপার।
রোগীর মৃত্যু
-----------
ক্লিনিক অননুমোদিত অথবা লাইসেন্সবিহীন
ভূয়া চিকিৎসক আর সরঞ্জাম নিম্নমান।
মানি আর নাইবা মানি
একটা কথা ভালো জানি
প্রতিকারের অঙ্গীকার আর আশ্বাসের বাণী।