ক্রোধ বা রাগ হতে পারে
অন্যের ক্ষতির কারণ
অভিমানে বৃদ্ধি পায় নিজের দহন।
সামান্য কারণে অধিক হাসা
আত্মকেন্দ্রিকতা
কিংবা একাকীত্বের লক্ষ্মণ
স্বল্পভাষী ব্যক্তির বিশেষ বৈশিষ্ট্য
অনেক বিষয় রাখে সে গোপন।
ভালোবাসা হতে সর্বদা
বঞ্চিত আজীবন
তুচ্ছ কারণে রাগান্বিত হয়
লুপ্ত হয় হিতাহিত জ্ঞান
সহসাই হয়না তার ক্রোধ প্রশমন।
দুর্বল চিত্ত বা কোমল হৃদয় যার
দুঃখ বা শোকে তার বিগলিত মন
কণ্ঠে বিলাপ-ধ্বনি আঁখিপটে ক্রন্দন।