মনের ভাব করতে প্রকাশ
ব্যর্থ হয় অনেক প্রয়াস
তাই অবস্থা বুঝে ব্যবস্থা
নইলে হতে হয় হেনস্তা
কর্তার ইচ্ছায় কর্ম
না মানলে অধর্ম।
মন না জেনে দিলে মন
শিশুর হাতে থাকলে ফোন
যে কাউকে দিলে ঋণ
কিংবা অপাত্রে করলে দান
যত্রতত্র জ্ঞান বিতরণ
নির্বুদ্ধিতার নিদর্শন।
প্রতারণা না প্রণয়
অভিমান না অভিনয়
অনুরাগ না বিরাগ
অনুধাবনে ব্যর্থ এ হৃদয়।