সকল গুণগান একমাত্র
মহান স্রষ্টারই জন্য
সৃষ্টি সমূহ তুচ্ছ অতি
একেবারেই নগণ্য
পুরোপুরি আত্মসমর্পণ
তবেই জীবন ধন্য
অনুচিত তার সমতুল্য
আর কাউকে গণ্য
অন্য কোথাও মাথা নত নয়
নিজেকে করে পণ্য
অহমিকা বাহাদুরী যতো
নিঃসন্দেহে অন্তঃসারশূন্য
সৃষ্টির তরে উৎসর্গীকৃত জীবন
ইহকালেও ধন্য।