দাম্পত্য জীবনের অন্তিম ধাপ
অর্ধাঙ্গিনীর আক্ষেপ
অনুশোচনা- অনুতাপ
উৎকণ্ঠার ছাপ।
যৌবনের জোয়ারে ভাসমান
মধুময় বিবাহিত জীবন
যা ছিলো নিরুদ্বেগ অনুযোগ-বিহীন
যদিও কিঞ্চিৎ সন্দেহপ্রবণ
তবু উৎফুল্ল মন তুষ্টি সর্বক্ষণ।
তুচ্ছ অবহেলা-উপেক্ষা-ঔদাসীন্য
ভুলত্রুটি কিংবা নগণ্য মান-অভিমান
প্রকটরূপে অভিযোগ আকারে উপস্থাপন
আর সুযোগ বুঝে কটাক্ষ সর্বক্ষণ।
বঙ্গ ললনার এহেন আচরণ
হয়তোবা সহজাত প্রবৃত্তির বিশেষ ধরন
মাঝে মাঝে মনে হয় অযাচিত নিপীড়ন
হয়তোবা কর্মফল অথবা অদৃষ্টের লিখন।