ডেন্টিস্ট দম্পতি :---
থাপ্পড় মেরে ফেলব তোমার দাঁত
প্রকৌশলী দম্পতি :---
কপালে নির্ঘাত বালিচাপা নয় রডের আঘাত।
পাইলট দম্পতি :---
বেশি বেশি উড়বেনা, ডানা দেব ছেঁটে
অভিনেতা দম্পতি :---
নাটক করবেনা, নাক দেব কেটে।
শিক্ষক দম্পতি :---
বিদ্যার দৌড় কতদূর আছে আমার জানা
জ্ঞানের কথা আমাকে তুমি শেখাতে এসোনা।
উকিল দম্পতি :---
টাকা হলে স্বাক্ষী জোগাড় মোটেও কঠিন না
নিত্য নতুন আইন কানুন শেখাতে এসো না।
বিচারক দম্পতি :---
অদৃশ্য আইনে বিচার হবে
সাজা তুমি ঠিকই পাবে।
সাংবাদিক দম্পতি :---
ইমোশনাল ব্লাকমেইল সহ্য হবেনা
খবর আছে অহেতুক ঝামেলা কোরনা।
ধোপা দম্পতি :---
করলে ফষ্টিনষ্টি, ধুয়ে দেব চৌদ্দ গুষ্টি।
মুদী দোকানী দম্পতি :---
আমি কি সস্তা মাল
মেটাচ্ছো মনের ঝাল।
কামার দম্পতি :---
থাকবেনা তুমি ফুলিয়ে গাল
পুড়িয়ে পিটিয়ে করব লাল।
কুমোর দম্পতি :---
আমার সাথে দিলে আড়ি
চাঁটি মেরেই ফাটাব হাঁড়ি।
স্বর্ণকার দম্পতি :---
খাদ মেশালে আমার সুখে
এসিড ছুঁড়ে মারব মুখে।
কসাই দম্পতি :---
টুকরো করে কাটব
বুড়ো পাঁঠা খাসি বানাব।
বেকার দম্পতি :---
তোমার মুরোদ আমার জানা
স্বপ্ন দেখে দিন যাবেনা।
কৃষক দম্পতি :---
বোঝনা কেন বাজারের হাল
কতো ধানে হয় কতো চাল।
মৎস্যজীবী দম্পতি :---
ছলনার জালে পড়লে ধরা
বুঝবে তখন পুটকি শুকিয়ে শুঁটকি করা।