অর্ধাঙ্গিনী বঙ্গ ললনা
সীমাহীন গুণপনা
যেকোনো ঘটনা বা রটনা
করে যখন বর্ণনা
ভাষার প্রাচুর্যে তা হয় নাতিদীর্ঘ রচনা
মাঝে মধ্যে মূল বিষয়
বুঝতে বড়ই কষ্ট হয়
আগ্রহভরে যদি না যায় শোনা
তাতেও সৃষ্টি হয় অবর্ণনীয় বিড়ম্বনা
সায় আর দিলে সাড়া
আনন্দে হয় আত্মহারা
ব্যত্যয়ে আক্রান্ত হই তির্যক বাক্যবাণে
বিচলিত হতে হয় সীমাহীন অভিমানে।
তবে তার বিশেষ গুণ--
পতিভক্তিতে আন্তরিকতার আতিশয্যে
উজ্জীবিত ও উৎফুল্ল হয় মন
দূরীভূত বা নির্বাপিত হয় কষ্টের আগুন।
কোনো কোনো রমণীর চাপা যে স্বভাব
প্রকাশিতে মনেরই ভাব
কিছু কথা মুখে আর কিছু কথা পেটে
সোজাসুজি বলেনা তা
নিঃসংকোচে অকপটে
কিছু থাকে ইংগিতে কিছু তার প্রকাশ
আভাস-ইংগিত বুঝতে
হতে হয় নিরাশ।
কারো সাথে সখ্যতা কারো সাথে ভাব
কানখাড়া, আড়িপাতা, নাকগলানো --
বিশেষ স্বভাব,
বহুবিধ বিবরণ,বোধকরি নিষ্প্রয়োজন
তদুপরি বর্ণনার অন্তরায় জ্ঞানের অভাব।
কতরূপে অপরূপা সীমাহীন বৈচিত্র্য
হাস্যময়ী,লাস্যময়ী,করুণাময়ী চরিত্র।