করোনা ভাইরাসের আতঙ্ক আর
নিয়মকানুন এর রক্তচক্ষু উপেক্ষা
পরিবার - পরিজনের জন্য
উৎসর্গীকৃত ত্যাগ তিতীক্ষা
নিতে ত্রাণ সহায়তা ভিক্ষা
চাতক পাখির মতো সুদীর্ঘ অপেক্ষা
প্রতিনিয়ত ধৈর্যের চরম পরীক্ষা
তাই আজ ত্যাজি লাজ
বিসর্জিত শিক্ষাদীক্ষা
মানসম্মান কেড়ে নিচ্ছে
চরিত্র হননকারী বুভুক্ষা।
নিরুপায় জনগণ
ত্রাণসামগ্রী করতে গ্রহণ
না মেনে লকডাউন
ত্যাগ করি গৃহকোণ
প্রকাশ্য স্থান যেথা ত্রাণ বিতরণ
বাধ্য হয়েই অবস্থান
সহসাই পাবে কিনা
বিড়ম্বনা হতে পরিত্রাণ।