সুসজ্জিত ধরণীতল
নয়নাভিরাম মনোহারিণী
অকস্মাৎ রণরঙ্গিনী -চণ্ডালিনী
বিপর্যয়ের হাতছানি।
করোনার আগ্রাসন--
নির্জন দ্বীপে নির্বাসন
হৃদয়ে রক্তক্ষরণ --
অন্তরে অব্যক্ত ক্রন্দন
বেতাল বেসুরো যেন হৃদয়ের স্পন্দন।
নয়নে অগ্নি বরিষণ --
শুষ্ক রুক্ষ রূপ-রস-প্রাণ
ক্রমান্বয়ে ম্রিয়মাণ সম্প্রীতির বন্ধন।
শিশির সজল নয়ন
ব্যথাতুর বিরহিণী মন।
বেদনার রাগিণী যেন --
সকরুণ মূর্ছনায় গাহিছে গান
ধ্বনিত মহাপ্লাবনের বীভৎস তান
আর্তনাদে হাহাকারে বিদীর্ণ গগন।
করোনার অবদান
গৃহকোণে অবস্থান
অনিশ্চিত ভবিষ্যতের জন্য অপেক্ষমাণ।
কখনো কারো হৃদয়ে ফাগুন
কারো কারো হৃদয়ে জ্বলে আগুন
কখনোবা অনুশোচনার তীব্র দহন।
অতীতের অতলে বিচরণ
স্মৃতিচারণ - রোমন্থন
কাব্যিক মন উচাটন
উদ্বেলিত অনুক্ষণ,
শোণিতধারায় শিহরণ,পুলকিত তনুমন
সুপ্ত প্রেমের আবেগঘন উচক্কা আবাহন।