অভাবিত মহামারীর প্রাদুর্ভাবে
বিশ্বব্যাপী দুর্যোগের ঘনঘটা
আতঙ্ক দুশ্চিন্তা উদ্বেগ উৎকণ্ঠা
চারিদিকে শুধু বিপর্যয়ের অশুভ ঘণ্টা।
সুদূর প্রসারী অশুভ প্রভাব
যেন এক অযাচিত ত্রাস
সর্বত্র বিরাজমান আর্থিক ধ্বস
শিল্পকলকারখানায় উৎপাদন হ্রাস
কৃষিক্ষেত্রেও মহা সর্বনাশ।
যোগাযোগ ব্যবস্থা চরমভাবে বিঘ্নিত
শিক্ষা ব্যবস্থায় সঙ্কটাপন্ন পরিস্থিতি
জ্বালানি তেল উত্তোলন
ও রপ্তানিতে স্থবিরতা
ফলশ্রুতিতে রেমিটেন্স-নির্ভর
দেশসমূহে আর্থিক দুর্গতি
ক্রমান্বয়ে দুঃসহ যাতনার বিস্তৃতি।
বিশ্বব্যাপী এহেন চরম অবক্ষয়
ভয়াবহ দুর্গতি বা বিপর্যয়
যেন দীর্ঘস্থায়ী না হয়
মোকাবেলা করার সক্ষমতা অর্জনে
পরম করুণাময়ের কৃপা যেন রয়।