বিত্তহীন বা হতদরিদ্র পরিবারের ক্ষেত্রে
বুভুক্ষুতা হতে সাময়িক পরিত্রাণ পেতে
আর্থিক সহায়তা কিংবা ত্রাণসামগ্রী নিতে
একেতো ওষ্ঠাগত প্রাণ
উপার্জনে বিরত কিংবা সীমিত
ভাগ্যহত আশাহত দ্বিধান্বিত জনগণ
সঠিক নির্দেশনা জেনে
নিয়মকানুন মেনে
কায়ক্লেশে জীবন যাপন
যেমতে বুক ভরে শ্বাস নিতে
মাস্ক সদা বিপত্তির কারণ।
কাজের বুয়ার অনুপস্থিতি
বিকল্প হিসেবে আবির্ভূত
কর্মহীন অনুগত পতি
সার্বক্ষণিক সহায়তায় উল্লসিত গৃহকর্ত্রী
ক্রমান্বয়ে প্রতিকূল পরিবেশ-পরিস্থিতি
উঁকি দেয় নতুন কতো অসহনীয় দুর্গতি
অনটন প্রকট আকার দৃশ্যমান ঘাটতি।
খাদ্যতালিকা সংকুচিত
জীবনযাত্রা বিঘ্নিত
ক্ষণে ক্ষণে ঘোষণা নিত্য নতুন রটনা
অনিশ্চিত ভবিষ্যতের ভাবনায় শঙ্কিত।
আশাহত জীবনের আশু অবসান
বিপর্যয়ের সুষ্ঠু সমাধান
অনন্যোপায় হয়ে তাই
ভাগ্যের কাছে পুরোপুরি আত্মসমর্পণ।