সস্তা মাছে বিড়ালও বাছে
খেতে মাছের কাঁটা
চোরের ডরে বউ ঘরে
থাকে কেনো ল্যাংটা
বব্ কাট চুলের ছাঁট
বাহুল্য তাই চুলের কাঁটা
শুকনো চিড়া খেতে বুড়া
ভাঙলো দাঁত দুটা
নিজের দলে পারিনা ফুটবলে
উৎসাহে নেই ভাটা
হেলায়-ফেলায় ক্রিকেট খেলায়
তবু ভরে মনটা
বারো মাসে ভাগ্যাকাশে
দুর্যোগের ঘনঘটা
কেউ দেখায় ভয় মজা পায়
দেয় কাটা ঘায় নুনের ছিটা
কেউ মহাউল্লাসে খাচ্ছে গোগ্রাসে
আমজনতার হিস্যাটা।