নিজের প্রতি অকৃত্রিম ভালোবাসা
প্রশ্নাতীত সীমাহীন,
অতঃপর পর্যায়ক্রমিক
বহুমুখী প্রেম-ভালোবাসা হৃদয়ে লালন
যথা আত্মীয়-পরিজন,স্বজন-প্রিয়জন।
নিজেকে উজাড় করে
দিয়ে ব্যক্তিত্ব বিসর্জন
উন্মাদের মতো ভালোবাসি তারে
নই কভু এমন অর্বাচীন।
রাজনৈতিক প্রেক্ষাপটে
অবিরাম ভালোবাসার গান
আপন করে নেয়ার উদাত্ত আহ্বান
প্রতিশ্রুতির ফাঁকা বুলি
ভাগ্যোন্নয়নের জয়গান।