বোয়াল মাছের চোয়াল শক্ত
তবু বড়শিতে যায় গেঁথে
সাপ-কুমিরের মস্ত পেট
সন্দেহ নেই তাতে।
কেঁচো বাঁচে মাটি খেয়ে
মৌমাছির খাদ্য ফুলে
মাকড়সা করে খাবার যোগাড়
নিজের পাতা জালে।
সন্ত্রাসীরা সদা সংঘবদ্ধ
অনৈতিক কর্ম ঘটাতে
চাটুকারের পেশী বেশি
নিজ নিজ জিহ্বাতে।