বোকা ব্যক্তির আচরণ
হতে পারে বিরক্তির কারণ
না পাওয়া গেলেও উপকার তেমন
যৎসামান্যই হয় অনিষ্টসাধন।
তাদের দ্বারা যে ক্ষতি
নগণ্য বা তুচ্ছ অতি
অতি সহজেই যায় করা
উদ্ভূত সমস্যার সমাধান।
যতো চতুর ততো ফতুর
এটা নাকি কথার কথা
চালাক-চতুর লোকেরাই
দিতে পারে বেশি ব্যথা
কাঁঠাল ভাঙতে ব্যবহার করে
বোকা লোকের মাথা।
জ্ঞানীদের জ্ঞান বেশি
জ্ঞানদান অনেক কম
সব আসরেই বুলি কপচাতে
বুদ্ধিজীবীরা পারঙ্গম
নিজের খেয়ে বনের মোষ
তাড়ানোতে প্রচুর দম
তথাকথিত শিক্ষিতদের
নিচের দিকে দৃষ্টি কম
বুদ্ধিমান অসৎ নেতা
গরীব-দুঃখীর সাক্ষাত যম।