ক্যামেরা তুমি মহৎপ্রাণ
জীবনের প্রতিচ্ছবি স্বচ্ছ দর্পণ
জীবন-যৌবন অকাতরে
আমাদের করেছ অর্পণ
ধরাধামে মানব জাতির
তুমি অন্যতম শ্রেষ্ঠ অবদান
তোমার সৃষ্টিতে পূর্ণতা পেয়েছে
প্রযুক্তি ও বিজ্ঞান
তুমি হৃদয়ের স্পন্দন
আত্মিক পরিতৃপ্ত বন্ধন
সর্বত্রই উচ্চকিত তোমার জয়গান
তোমা বিহনে অসম্পূর্ণ অসফল
যাবতীয় অনুষ্ঠান
এই ভুবনে মানব জীবনে
তোমার প্রয়োজনীয়তার ব্যাপ্তি
নিরন্তর সীমাহীন
সকল কার্যক্রম সার্থক বাস্তবায়নে
অপরিসীম গুরুত্বপূর্ণ চিরন্তন।