চালচুলোহীন যতো চালবাজেরা
বিশেষভাবে তেলবাজিতে ব্যস্ত
যুক্তিতর্ক উপস্থাপনে অতি বাচাল
চালচলনে ধোপদুরস্ত
ভিন্নমতের অনুসারী যারা তাদের
বাক্যবাণে আক্রমণে ন্যস্ত
চাটুকারিতা আর মোসাহেবিতে মগ্ন
উদয় থেকে অস্ত
সুযোগসন্ধানী ও সুবিধাবাদীরা
সকল বিষয়েই অভ্যস্ত
সর্বাগ্রে ক্রমান্বয়ে বিসর্জিত
লজ্জা-শরম সমস্ত
ধর্ম-কর্মে যেমন তেমন
আনুগত্যেই বিশ্বস্ত।