মজার মজার ছন্দ-ছড়া
মিছিলের স্লোগানে
নির্বাচনে ভোট চাওয়া হয়
ছড়া কবিতা গানেগানে
বিজ্ঞ-অভিজ্ঞের দেখা মেলে
চা-কফির দোকানে
চমকপ্রদ গল্পের উদ্ভব ঘটে
চুল কাটার সেলুনে
গর্ব হয় মোদের দেশে
বুদ্ধিজীবী জনে জনে
নিজেকে খুব বিজ্ঞ ভাবে
কতো কিছুই বেশি জানে
সর্বোচ্চ ডিগ্রীধারী যেন
ব্যাখ্যা আর বিশ্লেষণে
সর্বদা উদগ্রীব থাকে
অযাচিত উপদেশ বিতরণে।
যে গাঁয়ে যা কিছু ঘটে
আগে রটে তা খেয়াঘাটে
ঘটনায় রঙ-চঙ লাগিয়ে
কেউবা হাঁড়ি ভাঙ্গে হাটে
সহজ সরল নারীদের
সব কথাই মজেনা পেটে
বাড়ি-বাড়ির গোপন খবর
তাইতো মেলে পুকুর ঘাটে
কতো নেতা অসত্য কথা
বলছে অকপটে
লক্ষ্য তাদের আমজনতার
সহায় সম্পদ লোপাটে।