জনসেবার শীর্ষে সবার
যত ডিগ্রি তত পসার
তার নাম ডাক্তার
স্বাস্থ্য সেবায় মহৎপ্রাণ
মহান তাদের অবদান।
জনগণের সব ব্যারাম
ঠিক ঠাক দিতে আরাম
নিজের ঘুম করছে হারাম।
চিকিৎসার বাইরেও
দায়িত্ব ব্যাপক
সংশ্লিষ্ট প্যাথলজিস্ট ও ক্লিনিক
নিয়মিত যোগাযোগ রক্ষা
আর হিসাব নিকাশ ঠিকঠিক
কতরকম সার্টিফিকেট লেখক।
আরো একটা বিশেষ দায়িত্ব
রিপ্রেজেন্টেটিভ এর ইচ্ছে মতো
ওষুধ নির্বাচন যথাযথ
করতেই হয় অবিরত।
মাথার উপর দায়-দায়িত্ব
এতোটাই ন্যস্ত
তাইতো চিকিৎসকেরা মহাব্যস্ত
একারণেই ---
নার্স - এ্যাটেন্ডেন্ট - হেল্পার
নাড়ির গতি ব্লাডপ্রেসার
ওজন মাপা সহ চিকিৎসার ভার
দায়িত্ব বর্তায় তাদেরই উপর।
অভিমত বিজ্ঞজনের --
বায়ুদূষণ-ভেজাল খাবার
ত্রুটিপূর্ণ স্বাস্থ্যখাত আর ব্যবস্থাপনার
সুফল লভে ডাক্তার
সেই সাথে ওষুধ কোম্পানির
মহোৎসব জয়জয়কার।