এই বিশ্বের যত জনপদ
মানুষে মানুষে এত ভেদাভেদ
সীমাহীন বৈষম্য।
যত্রতত্র বসবাস ঠিকানা বিহীন
ভাসমান অসংখ্য জনগোষ্ঠীর
কারো বসবাস জীর্ণ কুটির
কারো অট্টালিকা সুরম্য।
কেউকেউ বিপুল বিত্তবৈভবের মালিক
প্রচুর অর্থ করায়ত্ত
কেউবা আবার নিদারুণ অসহায়
জীবন সংগ্রামে লিপ্ত
কেউবা মনিব কেউবা ভৃত্য
কেউবা আবার মহাউল্লাসে
আজীবন ভোগবিলাসে মত্ত
কারো কারো জীবন সর্বদাই অশ্রুসিক্ত।
আবহমান কাল থেকেই চলমান
চলছে অবিরত।