অনেকের কাছে যাঁরা
অতি সমাদৃত নমস্য গণ্যমান্য
কারো কারো কাছে তাঁরা
নিতান্তই গুরুত্বহীন নগণ্য
কিছু মানুষের কাছে আবার
প্রতীয়মান নিদারুণ ঘৃণ্য।
বর্তমানে যিনি অতীব মহান
গণমানুষের জন্য
যেন প্রস্ফুটিত সুরভিত পুষ্পসম বরেণ্য
আগামীতে তিনিই হতে পারেন
হেয় প্রতিপন্ন অকর্মণ্য
বিষময় কণ্টকাকীর্ণ জঘন্য।
কভু শত্রুভাবাপন্ন কভু স্নেহধন্য
সকাল বিকাল হয়যে বদল
জোয়ারভাটার প্রভাবে প্রভাবিত যেন
দৃষ্টান্ত অনন্য।