জীবনের উত্থান-পতন
পুরোপুরি নিয়তির লিখন
নাকি কর্মফলের আংশিক প্রতিফলন।
জীবন নয় নিজ ইচ্ছাধীন
বরং এযেন লাগামহীন নিয়ন্ত্রণ বিহীন
তবে ভাগ্যের কাছে কভু নয়
পুরোপুরি আত্মসমর্পণ
কঠোর সংগ্রামে লিপ্ত থাকা
উচিত আজীবন
গড্ডলিকা প্রবাহে গা ভাসানো
কোনক্রমে নয় সমীচীন।
চলমান জীবন --
পরিবেশ-পারিপার্শ্বিকতা প্রভাবিত
সবিশেষ প্রতিক্রিয়ার অবদান
যেন উন্মত্ত তটিনীবক্ষে তরণী ধাবমান
হাল-দাঁড়-পাল ছাড়া চলমান বেগবান।
কখনো উল্লাসে-উচ্ছ্বাসে
ছন্দময় সুমধুর তান
পুষ্পিত সুবাসে সুরভিত বিশ্বভুবন
কখনো দুঃখ-বেদনাক্লিষ্ট ওষ্ঠাগত প্রাণ
ম্রিয়মাণ অনির্বাণ বহ্নিমান
যেন তাল-মান-লয়হীন
উদ্ভট বেসুরো গান
এভাবেই স্তিমিত হবে হৃদয়ের স্পন্দন
হবে চিরতরে জীবনাবসান।