যে কেউ বলে যেভাবে
আমি শুনি অন্যভাবে
বুঝি ভিন্নভাবে
হয়তোবা জ্ঞানের অভাবে
তাই বিভ্রান্ত হই
আর মনে কষ্ট পাই।
উকিল যখন কয়--
মামলার রায়
অবশ্যই পক্ষে যায়
বিচারক যদি আমার মাধ্যমে
আশানুরূপ সেলামী পায়।
অফিসের কেরাণীরা যখন বলে --
যে কোনো ফাইল
মুভ করতে হলে
স্থির বস্তু গতিশীল হয়
বল্ প্রয়োগের ফলে
নিউটনের সূত্র কার্যকর হয়
চাহিদানুযায়ী
যবে মালপানি কেউ ঢালে।
রাজনৈতিক নেতাদের ভাষণে --
দেশ ও দশের উন্নয়নে
ভরসা নাই তিনি বিহনে
বিকল্প পাবে কেমনে --
বিভ্রান্তি জনমনে।
ঝাড়-ফুঁক তাবিজ-কবজ গাছ-গাছড়া
এসবের ব্যাপকতা দেখে দিশেহারা
তাদের দাবি --
যুগ যুগ সাধনার সার্থক ফল
তাইতো আধ্যাত্মিক শক্তি কিংবা
অলৌকিক ক্ষমতা হয়েছে হাসিল।
কারো কারো দাবি --
অর্ধডজন ওস্তাদের শিষ্যত্ব গ্রহণ
নিষ্ঠা ভক্তিতে মোর গুরুত্বপূর্ণ অর্জন।
এছাড়া--
স্বপ্নে প্রাপ্ত ধন্বন্তরি ঔষধ পেয়েছেন
এ সমাজে আছেন এমন বহু গুণীজন।
ধর্মীয় বিশেষ লেবাসে
আবির্ভূত স্বর্গদূত বেশে
দলমত-নির্বিশেষে
মোহমুগ্ধ সুমধুর ভাষে
নিজেকে হারাই শেষে।
ক্বোরআন হাদিস --
ফিকাহ্-মাছলা,এজমা-কিয়াস
অভূতপূর্ব সুমধুর কণ্ঠে
বর্ণনা শৈলীর অদ্ভুত প্রকাশ
সৃষ্টি করে যেন স্বর্গীয় মোহময় আবেশ
ধর্মানুরাগ নাকি ধর্মান্ধতা সৃষ্টির প্রয়াস।