সাজসজ্জায় লজ্জা পেলো
তাই বাতিগুলো নিভিয়ে
রোশনাই করতে
দেশলাই এর কাঠি দিয়ে
মোমবাতি জ্বালালো
মিটিমিটি মোমের আলো
তবুও লাগছে ভালো
লগ্নের অপেক্ষায় মগ্ন হয়ে
বেশ ক'জন সখী সনে
প্রফুল্ল চিত্তে নৃত্য গীতে
মুখরিত কলতানে
আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে
প্রবেশিল অসময়ে
ভগ্নহৃদে ভগ্নীপতি
অগ্নিশর্মা হয়ে
সব বৃত্তান্ত আদ্যোপান্ত
অবহিত করে
কান্না জড়িত কণ্ঠে
উচ্চকিত স্বরে
বর্বর বর ভেগেছে হায়
অন্য এক কন্যা সঙ্গে নিয়ে
এক নিমেষে স্বপ্নভঙ্গ
সকল রঙ্গ হলো সাঙ্গ
অনিশ্চয়তা সঙ্গী হয়ে।