খাদ্যসহ যেকোনো পণ্যে
সীমাহীন ভেজাল
আপামর জনগণ প্রতিনিয়ত
পদে-পদে নাজেহাল
রোগে-শোকে নাকাল
অবর্ণনীয় হালচাল
নির্ভেজাল ওষুধের আকাল
স্বাস্থ্যসেবা বেহাল
চিকিৎসা ভুলভাল
চিকিৎসকেরা মালামাল
ক্লিনিক গুলো লালেলাল
ওষুধ কোম্পানি জ্বলজ্বল
খাপছাড়া তালবেতাল
অনিরাপদ জানমাল
অদৃষ্টেরে গালাগাল
দরিদ্র জনগোষ্ঠীর চোখ ছলছল
সুখের আশে আর কতকাল।