বসের সামনে হাঁটা
ঘোড়ার পেছনে ছোটা
মরা কৈ মাছ কুটা
খেজুর গাছে ওঠা
সূর্য মুখে হাঁটা।
মৌচাকে ঢিল ছোঁড়া
বৃষ্টি ভেজা গাছে চড়া
জিহ্বায় ফোট,পাছায় ফোঁড়া।
গরম তেলে ফোড়ন দেয়া
কানের মধ্যে নরুন দেয়া
স্রোতের জলে বাঁধ দেয়া
ঘূর্ণাবর্তে নৌকা বাওয়া।
পুলিশের তাড়া খাওয়া
শৈত্য প্রবাহে দৈনিক নাওয়া
আবর্জনাময় পুকুরে ঝাঁপ দেয়া
কুকুর দেখে দৌড় দেয়া।
আনাড়ি লোকের পরামর্শ নেয়া
হাতুড়ে ডাক্তারের চিকিৎসা নেয়া
ফুটপাতের খাবার খাওয়া।
অন্ধকারে অচেনা পথে আসা-যাওয়া
দায়িত্বজ্ঞানহীন লোকের দায়িত্ব পাওয়া
অসচেতন জনগোষ্ঠির নেতৃত্ব দেওয়া।