সব পজিটিভই শুভ
অথবা হিতকর নয়
কোনো কোনো নেগেটিভে
কল্যাণও হয়
শাক দিয়ে যায়না ঢাকা
মাছটা যদি প্রকাণ্ড হয়
সংসারের ঘানি টানা
সচরাচর পুরুষেরই দায়
তবে ব্যাতিক্রম কখনোই দৃষ্টান্ত নয়।
উচ্ছৃঙ্খল অনৈতিক কর্মকান্ড
আর বিজাতীয় অপসংস্কৃতি
ঐক্যবোধের অন্তরায় সৃষ্টি
দ্বিধা-দ্বন্দ্বে জাতীয় সংহতি
বিঘ্নিত উন্নয়নের ধারা
ব্যহত জীবনের গতি।
অস্বচ্ছ ম্রিয়মাণ ধর্মীয় অনুভূতি
রাজনীতির প্রতি হাত বাড়িয়ে
গড়তে উদ্যত সম্প্রীতি
পক্ষান্তরে ধর্মকে প্রাধান্য দেয়
নীতিভ্রষ্ট দূর্বল রাজনীতি
আশু অবসান কাম্য তাই
সবধরনের অসঙ্গতি।