বিয়ের সময়ে হাসি-কান্না
এস,এন,বাকী(মঞ্জু)
বিয়ের সময় কনের কান্না
যেন বাঁধ ভাঙা বন্যা
তবে উদ্দেশ্য প্রণোদিত যুক্তি
হতাশা থেকে মুক্তি,
সারা জীবনের গতি
নিবেদিতপ্রাণ পতি
জটলা বেঁধে কাঁদা
ফাঁকে ফাঁকে পোটলা বাঁধা।
বরের চোখে কান্না নয়
উচ্ছ্বসিত হাসি
হতে পারে এটাই হয়তো
তার জীবনের শেষ হাসি
ভবিষ্যতটা কি পুরোপুরি
নয়ন জলে যাবে ভাসি।
নাকি সংসারে সুখের আশে
উভয়েই ভালোবেসে মিলে মিশে
একে অপরের থাকবে পাশে।