মেঘের আনাগোনায়
বিদ্যুৎ বোধহয় লজ্জা পায়
বৃষ্টিতে বৈদ্যুতিক তার ভিজে যায়
প্রবল বাতাসে তার ছিন্ন যে হয়
কড়া রোদে তার গলে
ঝড়ে খুঁটি ভাঙ্গে টাওয়ার হেলে
বজ্রপাতে ট্রান্সফরমার জ্বলে
সমালোচকেরা তামাসাচ্ছলে
এমন কতো কথা বলে।
বিদ্যুৎ বিভ্রাট
ব্যবস্থাপনা উদ্ভট
নাকি কৃত্রিম সংকট
ভুক্তভোগীর জন্য সমস্যা প্রকট।
বিদ্যুৎ নয় কভু কারো দয়ার দান
নির্ধারিত মূল্যেই ক্রয়সাপেক্ষে
মেটে প্রয়োজন
দেশ-দশের উন্নতির জন্য
অনস্বীকার্য বিদ্যুতের অবদান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সমীপে
গ্রাহকের বিনীত নিবেদন
জনজীবনে বিদ্যুতের গুরুত্ব অনুধাবন
সমস্যার প্রকৃত কারণ অনুসন্ধান
ও প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ গ্রহণ।