সাময়িক বিরহ অপেক্ষা
বিচ্ছেদ দুর্বিষহ
নিরবচ্ছিন্ন শান্তি লুপ্ত
ছন্দপতনের আবহ
সৃষ্ট মানসিক বিষণ্ণতা
স্থবির জীবন প্রবাহ
স্বপ্নভঙ্গের যন্ত্রণা
শিরায় শিরায় প্রদাহ
অবহেলা ও প্রতারণা
ঔদাসীন্য কিংবা ছলনা
যেন গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহ
তাই প্রেমহীন জীবনে
অশঙ্কিত তনুমনে
সুপ্ত কিংবা লুপ্ত অদৃশ্য মোহ।