কেউ ধর্মভিত্তিক কর্মকান্ডে
জীবন যাপনে অভ্যস্ত
নানান ছলে বেড়েই চলে
ফতোয়াবাজের দৌরাত্ম্য
কেউবা নাস্তিক্যবাদ মতবাদ
প্রচার করতে ব্যস্ত
রাজনীতির রীতিনীতি
স্বচ্ছতাহীন অসুস্থ
নেতা-নেত্রীরা দিবারাত্রি
মত পাল্টাতে সিদ্ধহস্ত
গুণ্ডামি আর ভন্ডামির দায়
পেশীশক্তির উপর ন্যস্ত
সুশীলজনের অশ্লীল বচনে
অনেকেই বিভ্রান্ত
অভিজ্ঞের বিজ্ঞোচিত বাণী
অস্পষ্ট সিদ্ধান্ত
ধিকৃত হয় বিকৃতিতে
ইতিহাসের আদ্যোপান্ত
চামচা করে খামচা-খামচি
চাঁদাবাজিতে লিপ্ত
মাখন-ননী ধনীর ভোগে
চামচা কিন্তু রিক্তহস্ত
আমজনতা ক্ষমতাহীন
সত্য-মিথ্যায় অভ্যস্ত।