বৈচিত্র্যে ভরপুর এই ভুবনে
কতো কী যে ঘটে সংগোপনে
কিছু থাকে স্মৃতিপটে
অনেক কিছুই রাখেনা কেউ মনে।
কতো অর্থবহ ঘটনা
কিছু তার বিশ্বাসযোগ্য
কিছু অতিরঞ্জিত বর্ণনা
কিছু কিছু নিছক ব্যঙ্গাত্মক রটনা।
সুবিশাল রঙ্গশালায়
কতো সুরে গান গায়
কারো সুর হতাশা আর বেদনায়
কারো সুর সুমধুর
স্বর্গীয় আবেশ যেনো সুরের মূর্ছনায়।
কারো চাহিদা সীমিত
কিংবা অতি অল্পে তুষ্ট
কেউ কেউ লোভ লালসায় নীতিভ্রষ্ট
কতোজনে স্বভাব দোষে দুষ্ট
তাদের কারণে পরিবেশ নষ্ট।
কেউবা ভালোবাসায় প্রতারিত
বঞ্চিত কিংবা নির্যাতিত
কারো ভালোবাসা দীর্ঘায়িত চিরায়ত --
দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্যমণ্ডিত।